Don't be the reason someone feels insecure. Be the reason someone feels seen, heard, and supported by the whole universe."
-------Cleo Wade

আমরা সরকার দ্বারা স্বীকৃত এসো বন্ধু হই স্বেচ্ছাসেবী সংস্থা । হরিপাল, হুগলি, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া।

* খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষদের নিয়ে আমাদের রোজকার পথ চলা।

* প্রাকৃতিক দুর্যোগ কবলিত সুন্দরবন, গঙ্গাসাগর ইত্যাদি এলাকায় আমরা ত্রাণ বন্টনের কাজ করে থাকি।

* এছাড়াও পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে আমারা কাজ করে এসেছি।

* করোনা মহামারীর সময়ে আমরা ২১ খানা অক্সিজেন সিলিন্ডার কিনে প্রতিনিয়ত মানুষের সেবায় থেকেছি। সেই স্বল্প মূল্যে অক্সিজেন পরিষেবা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে।

* আমরা বছরে চারটে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এছাড়াও ক্লাব, সংস্থা বা ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় মানুষ কে দিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত করিয়ে পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকি।।

* আমাদের প্রতিদিন রক্ত অর্পণ পরিষেবা চলে থাকে। যেখানে রোগীর আত্মীয় কে শুধু ডোনার কার্ড দিয়েই নয় ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করে রক্ত মজুদ আছে কি নেই তার খবর নিয়ে রোগীর পরিবারের পাশে দাঁড়িয়ে থাকি।

* থ্যালাসেমিয়া রোগকে নির্মূল করতে বিভিন্ন স্কুল কলেজে বছরে 6 খানা ক্যাম্প আয়োজন করে থাকি। সেখান থেকে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় ও থ্যালাসেমিয়ার উপর সচেতনতা প্রচার চালানো হয়ে থাকে ।

* মরণোত্তর চক্ষুদান আন্দোলনের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি ইতিমধ্যেই আমরা চার জোড়া কর্নিয়া সংগ্রহ করতে পেরেছি যার ফলে আট্জন দৃষ্টিহীন মানুষ পৃথিবীর আলো দেখতে পেয়েছেন।

*আমাদের মাধ্যম মরণোত্তর দেহ দান অঙ্গীকারাবদ্ধ হয়েছেন বহু মানুষ।

* আমরা প্রতিবছর শীতকালে শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিয়ে থাকি।

* ৫ই জুন থেকে প্রতিবছর সারা বর্ষাকাল জুরে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলে শুধু বৃক্ষরোপণ নয় সুনির্দিষ্ট পরিকল্পনায় গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলতে থাকে।।

* অবহেলিত শৈশবের জন্য আমাদের খেলনা বিতরণ কর্মসূচি আমরা নিয়ে থাকি।

* মেডিকেল ইন্সট্রুমেন্ট ব্যাংকের মাধ্যমে মানুষের কাছ থেকে তাদের প্রয়োজন ফুরিয়েছে এমন মেডিকেল ইন্সট্রুমেন্ট সংগ্রহ করে প্রয়োজন আছে অথচ কেনার সামর্থ্য নেই এমন অসহায় মানুষদের কাছে তা বন্টন করা হয়ে থাকে।

* আমরা মনে করি এসো বন্ধু হই এই আহ্বান শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। মানুষের সাথে প্রকৃতির, মানুষের সাথে জীবজগতের নিবিড় এক বন্ধুত্বের প্রয়োজন নচেৎ মানুষের ই অস্তিত্বের সংকট দেখা দিতে পারে। কুসংস্কার মুক্ত সমাজ গড়তে ও বন্য প্রান রক্ষা সচেতনতা প্রসারে কাজ করে থাকি আমরা। 🙏

আজকে কেনো এই উদ‍্যোগ ?

পৃথিবীর গোভীর অসুখ আজ। আজ মানুষে মানুষে, জাতীতে জাতীতে,দেশে দেশে কারোর সঙ্গেই কারোর বন্ধুত্ব নেই। প্রত‍্যেকে প্রত‍্যেকের দিকে আড়চোখে তাকিয়ে। হিংসা আক্রান্ত এই পৃথিবীতে আজ বড় প্রয়োজন বন্ধুর। সহনশীলতা,মুল‍্যবোধ,বিবেক আজ শুধুই কতকগুলো শব্দ মাত্র বলে মনেহয়। আমরা সবাই এগিয়ে চলেছি পীছনের দিকে।

আমরা যা বিশ্বাস করতে শিখেছি তা পালন করতে পারছিনা, যা পালন করতে চাই তা বিশ্বাস করতে পরছিনা। এক অস্থির সময়ের মধ্যে দিন কাটছে আমাদের।

আর এই অস্থির সময়ের মধ্যে দাঁড়িয়ে আমরা আহ্বান জানাই আপামর মানুষকে যারা নিজেদের মানুষ বলে, পৃথিবীর সবচেয়ে উন্নত ও বুদ্ধিমান জীব বলে মনেকরি তাদের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবার। এ এক এমন সম্পর্ক যা অতি যত্নে তৈরি করতে হয়। বন্ধুত্ব ই পারে সকল বাধা অতিক্রম কর নিঃশর্ত ভাবে বন্ধুর জন্য নিজেকে উজাড় করে দিতে।

বন্ধুত্বের কোনো দেশ থাকেনা,বন্ধুত্বের কোনো জাত থাকে না, বন্ধুত্বের কোনো বয়স থাকে না‌‌। বন্ধুত্বের কোনো দাবী থাকে না।

🙏🙏🙏🙏

We are a government-recognized voluntary organization started in XXXX(Year)– Eso Bandhu Hoi, based in Haripal, Hooghly, West Bengal, India.


Our journey is with those deprived of basic rights such as food, clothing, shelter, education, and health.

Muktadhara Project

We have started working to promote education among children from extremely poor tribal families living near the banks of the Dakatia canal in the Konakpur area of Haripal. Through Muktadhara, we aim for the holistic development of these young children within their own community. To ensure their physical nutrition (as many suffer from malnutrition), we are arranging balanced meals at least three days a week, including items like chickpeas, boiled eggs, salad, milk, fruits, and sattu( Gram Flour) drinks. Additionally, we organize health checkups every six months.

Alongside education, we have introduced classes in dance, painting, yoga, self-defense, and will soon start computer classes.

Future Plans Under Muktadhara • Encourage wearing shoes regularly • Promote hygiene and cleanliness • Educate adolescent girls on switching from traditional practices to using sanitary pads during menstruation • Develop the habit of brushing teeth correctly every morning • Provide regular deworming medication • Encourage the use of mosquito nets • Ensure the availability of clean drinking water

Tree Plantation Program

From June 5th, every year during the monsoon season, we run a tree plantation drive. It’s not just about planting trees — we also implement specific plans to ensure their survival.

Medical Instrument Bank

Through our Medical Instrument Bank, we collect used but usable medical instruments from people and distribute them to those in need who can’t afford to buy them.

Low-Cost Oxygen Service

During the COVID-19 pandemic, we purchased 22 oxygen cylinders and offered continuous service to those in need. This low-cost oxygen support continues to this day.

Blood Donation Camps

We organize four blood donation camps annually. In addition, we support clubs, organizations, or individuals by helping organize camps in various areas throughout the year.

Blood Donation Assistance Service

Our daily service helps connect patients with available blood by providing donor cards and directly coordinating with blood banks to confirm availability, offering complete support to families.

Thalassemia Awareness & Prevention

To combat Thalassemia, we organize six awareness and screening camps in schools and colleges annually, identifying carriers and spreading awareness about the disease.

Posthumous Eye Donation Work

We are closely associated with the posthumous eye donation movement. So far, we have been able to collect seven pairs of corneas, restoring sight to 14 blind individuals. Through our initiative, many have pledged to donate their bodies after death.

Other Activities • We work to build a superstition-free society and raise awareness for wildlife conservation. • We have provided food and clothing in remote areas of Purulia. • During natural disasters in the Sundarbans, Ganga Sagar, and other regions, we’ve carried out relief distribution. • Every winter, we distribute warm clothing to the needy. • We support neglected childhoods by organizing toy distribution drives. • To steer children away from mobile phones and TV, and to develop the habit of reading, we’ve started a Children’s Library.

Little Magazine Publication: Charcha

We publish a little magazine called Charcha, inspired by: • Literature, culture • Sports and love • Humanity, values, and kindness • Celebrating the joys of daily life • Healthy discussions and collective learning

We believe that the call “Esho Bandhu Hoi” (Come, let’s be friends) cannot be limited to just human relationships. There must be a deep bond between humans and nature, between humans and the animal world. Otherwise, the very existence of humanity will be at risk.

Govt funding :

Why do they need financial assistance? Do they get financial help from Govt ? How is their yearly cost to run Muktadhara ? How is the shortfall ?

Scroll to Top