Don't be the reason someone feels insecure. Be the reason someone feels seen, heard, and supported by the whole universe."
-------Cleo Wade

আমরা সরকার দ্বারা স্বীকৃত এসো বন্ধু হই স্বেচ্ছাসেবী সংস্থা । হরিপাল, হুগলি, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া।

* খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষদের নিয়ে আমাদের রোজকার পথ চলা।

* প্রাকৃতিক দুর্যোগ কবলিত সুন্দরবন, গঙ্গাসাগর ইত্যাদি এলাকায় আমরা ত্রাণ বন্টনের কাজ করে থাকি।

* এছাড়াও পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে আমারা কাজ করে এসেছি।

* করোনা মহামারীর সময়ে আমরা ২১ খানা অক্সিজেন সিলিন্ডার কিনে প্রতিনিয়ত মানুষের সেবায় থেকেছি। সেই স্বল্প মূল্যে অক্সিজেন পরিষেবা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে।

* আমরা বছরে চারটে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এছাড়াও ক্লাব, সংস্থা বা ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় মানুষ কে দিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত করিয়ে পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকি।।

* আমাদের প্রতিদিন রক্ত অর্পণ পরিষেবা চলে থাকে। যেখানে রোগীর আত্মীয় কে শুধু ডোনার কার্ড দিয়েই নয় ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করে রক্ত মজুদ আছে কি নেই তার খবর নিয়ে রোগীর পরিবারের পাশে দাঁড়িয়ে থাকি।

* থ্যালাসেমিয়া রোগকে নির্মূল করতে বিভিন্ন স্কুল কলেজে বছরে 6 খানা ক্যাম্প আয়োজন করে থাকি। সেখান থেকে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় ও থ্যালাসেমিয়ার উপর সচেতনতা প্রচার চালানো হয়ে থাকে ।

* মরণোত্তর চক্ষুদান আন্দোলনের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি ইতিমধ্যেই আমরা চার জোড়া কর্নিয়া সংগ্রহ করতে পেরেছি যার ফলে আট্জন দৃষ্টিহীন মানুষ পৃথিবীর আলো দেখতে পেয়েছেন।

* আমাদের মাধ্যম দিয়ে মনোত্তর দেহ দান অঙ্গীকারাবদ্ধ হয়েছেন বহু মানুষ।

* আমরা প্রতিবছর শীতকালে শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিয়ে থাকি।

* ৫ই জুন থেকে প্রতিবছর সারা বর্ষাকাল জুরে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলে শুধু বৃক্ষরোপণ নয় সুনির্দিষ্ট পরিকল্পনায় গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলতে থাকে।।

* অবহেলিত শৈশবের জন্য আমাদের খেলনা বিতরণ কর্মসূচি আমরা নিয়ে থাকি।

* মেডিকেল ইন্সট্রুমেন্ট ব্যাংকের মাধ্যমে মানুষের কাছ থেকে তাদের প্রয়োজন ফুরিয়েছে এমন মেডিকেল ইন্সট্রুমেন্ট সংগ্রহ করে প্রয়োজন আছে অথচ কেনার সামর্থ্য নেই এমন অসহায় মানুষদের কাছে তা বন্টন করা হয়ে থাকে।

* আমরা মনে করি এসো বন্ধু হই এই আহ্বান শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। মানুষের সাথে প্রকৃতির, মানুষের সাথে জীবজগতের নিবিড় এক বন্ধুত্বের প্রয়োজন নচেৎ মানুষের ই অস্তিত্বের সংকট দেখা দিতে পারে। কুসংস্কার মুক্ত সমাজ গড়তে ও বন্য প্রান রক্ষা সচেতনতা প্রসারে কাজ করে থাকি আমরা। 🙏

আজকে কেনো এই উদ‍্যোগ ?

পৃথিবীর গোভীর অসুখ আজ। আজ মানুষে মানুষে, জাতীতে জাতীতে,দেশে দেশে কারোর সঙ্গেই কারোর বন্ধুত্ব নেই। প্রত‍্যেকে প্রত‍্যেকের দিকে আড়চোখে তাকিয়ে। হিংসা আক্রান্ত এই পৃথিবীতে আজ বড় প্রয়োজন বন্ধুর। সহনশীলতা,মুল‍্যবোধ,বিবেক আজ শুধুই কতকগুলো শব্দ মাত্র বলে মনেহয়। আমরা সবাই এগিয়ে চলেছি পীছনের দিকে। আমরা যা বিশ্বাস করতে শিখেছি তা পালন করতে পারছিনা, যা পালন করতে চাই তা বিশ্বাস করতে পরছিনা। এক অস্থির সময়ের মধ্যে দিন কাটছে আমাদের।

আর এই অস্থির সময়ের মধ্যে দাঁড়িয়ে আমরা আহ্বান জানাই আপামর মানুষকে যারা নিজেদের মানুষ বলে, পৃথিবীর সবচেয়ে উন্নত ও বুদ্ধিমান জীব বলে মনেকরি তাদের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবার। এ এক এমন সম্পর্ক যা অতি যত্নে তৈরি করতে হয়। বন্ধুত্ব ই পারে সকল বাধা অতিক্রম কর নিঃশর্ত ভাবে বন্ধুর জন্য নিজেকে উজাড় করে দিতে।

বন্ধুত্বের কোনো দেশ থাকেনা,বন্ধুত্বের কোনো জাত থাকে না, বন্ধুত্বের কোনো বয়স থাকে না‌‌। বন্ধুত্বের কোনো দাবী থাকে না।

🙏🙏🙏🙏

Scroll to Top